লালমোহনে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
লালমোহন ( ভোলা)প্রতিনিধি
লালমোহনে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পুকুর মালিক আজিজুল ইসলাম জানান, তিনি কৃষি পেশার পাশাপাশি দীর্ঘ দিন ধরে নিজস্ব পুকুরে মাছের চাষ করে থাকেন। এতে এলাকার দুর্বৃত্তদের চক্ষুশুল হয়ে ওঠেন তিনি। এলাকার দুর্বৃত্তরা কিছুদিন আগেও তার বাগানের ফল ফলাদির গাছ-গাছালী বিনষ্ট করে। এসবের প্রতিবাদ করায় তার উপর হামলার ঘটনাও ঘটে।
মঙ্গলবার প্রতিদিনের মত পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে যান তিনি। রাত ১২ দিকে টর্চ লাইট নিয়ে ঘরের বাইরে যান এবং পুকুরের দিকে লাইট মেরে মরা মাছ ভাসতে দেখেন। এতে তার সন্দেহ হয়। পরে তার স্ত্রীকে ডেকে বিষয়টি আরো ক্ষতিয়ে দেখে পুকুরে বিষ দেয়ার বিষয়টি নিশ্চিৎ হন। এর পর ভেসে উঠতে থাকে রুই-কাতলা সহ বিভিন্ন ধরনের মরা মাছ। সকালে তিনি এসব মরা মাছ টেনে উঠিয়ে বাড়ির আঙ্গিনায় কুড় করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যপারে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান আজিজুল ইসলাম।



error: Content is protected !!