লালমোহনে শাকিব নামের এক বখাটের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করছে এলাকার লোকজন

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে শাকিব নামের এক বখাটের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী। চুরি-ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকার লোকজন। এসব ঘটনার প্রতিকার চেয়ে শাকিবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ঝান্টু নামের এক ব্যক্তি।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রাথমিক শিক্ষক শাজাহান মিয়ার ছেলে শাকিব দীর্ঘ দিন ধরে এলাকায় বখাটেপনা করে চলেছে। রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা এবং চুরি ছিনতাই করে চলেছে সে। সর্বশেষ গত কোরবানীর ঈদের পরদিন িএলাকার ঝান্টু মিয়ার ছেলে সাকিবের গলায় ছুড়ি ধরে নগদ ৩৪ হাজার টাকা ও একটি মোবইল ফোন ছিনিয়ে নেয় শাকিব। এর বছর খানেক আগে এলাকার লতিফ নামের এক ব্যক্তিকে বগি দা দিয়ে ভয় দেভখয়ে তার বাগানের  সুপারি পেরে নেয় সে। এছাড়া বিভিন্ন সময় এলাকার লোকজনকে হুমকী ধামকি মেরে চলেছে শাকিব।
এলাকার সুজন, খোরশেদ আলম কালু, লতিফ মিয়া সহ অনেকে জানান, শাকিবের অপরাধমূলক কর্মকান্ডের বিচার চেয়ে তার পরিবার ও নেতাদের কাছে কোনো ফল পাওয়া যায়না।
লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান জানান, শনিবার বিকালে ওই এলাকার ঝান্টু নামের এক ব্যক্তি শাকিবের বিরুদ্ধে থানায় লিখিত দিয়েছে। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।



error: Content is protected !!