লালমোহনে ১৮ শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

লালমোহন (ভোলা) প্রতিনিধি: 

ভোলার লালমোহনে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলায় ১৮শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়। এতে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষিখাত ও কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শেখ হাসিনার সরকার হলো কৃষক বান্ধব সরকার। কৃষক ও কৃষির উন্নয়নের জন্য বর্তমান সরকার বিনামূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করছে। যার ফলে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা কৃষি কর্মকতারা এএফএম শাহাবুদ্দিন প্রমূখ।




error: Content is protected !!