লালমোহন উপজেলার ৩ জন সহ মোট ৪ জনকে চরফ্যাসনে গাঁজাসহ আটক করেছে পুলিশ
লালমোহন ভোলা প্রতিনিধি:
লালমোহন উপজেলার ৩ জন সহ মোট ৪ জনকে গাঁজাসহ আটক করেছে চরফ্যাসনে থানা পুলিশ।
রোববার রাতে চরফ্যাসন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে ১০গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে ইমন হোসেন(২২) একই ইউনিয়নের পুর্ব চর উম্মেদ গ্রামের ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ ইসলামের ছেলে শাইফুল ইসলাম(১৮),ওই ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকার ৪নং ওয়ার্ডের চাঁন মিয়ার ছেলে আজাদ(২১) এবং চরফ্যাসন পৌরসভা ২ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে আশরাফ(১৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবকরা পার্শ্ববর্তী উপজেলা লালমোহনে রমাগঞ্জ ইউনিয়ন থেকে চরফ্যাসন এসে দ্বীর্ঘদিন যাবত মাদক বেচা- বিক্রি করে আসছিলো। এমন খবর পুলিশের কাছ থাকলেও প্রমানের অভাবে তাদেরকে গ্রেফতার করা যায়নি। রোববার রাতে গ্রেফতারকৃত যুবকরা চরফ্যাসন ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় মাদক বেচা- বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্ধারা জানান, গ্রেফতারকৃত যুবকরা বিভিন্ন কলেজ ছাত্রদের দিয়ে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। তাদের ব্যবহারিত মোটর সাইকেল নিয়েই যুবকরা ফোন কলের মাধ্যামে বিভিন্ন এলাকায় মাদক সরবারাহ করে থাকেন। চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাঁদের কে আদালতে সোপর্দ করা হবে।