শরণখোলার একটি করাত কল থেকে নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলার একটি করাত কল (স-মিল) থেকে ৩০ ঘনফুট নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের ইসমাইল মুন্সী ও আমিনুল হাওলাদারের যৌথ মালিকানাধীন করাত কল থেকে ওই কাঠ জব্দ করেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনরক্ষীরা।

ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফরিদুল ইসলাম জানান, সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত দক্ষিণ রাজাপুর কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ওই স-মিল থেকে ৩০ ঘনফুট সমপরিমানের ১২টুকরা সুন্দরী কাঠ উদ্ধার করা হয়েছে। এসময় স-মিলের করাত খুলে নেওয়া হয়।

এসও জানান, কাঠ চোরাকারবারিরা বনের কলমতেজী ও ধানসাগর এলাকা থেকে কাঠ কেটে গোপনে মিলে চেরাই করার উদ্যেশে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া কাঠ ধানসাগর স্টেশন অফিসে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জড়িতদের সনাক্ত করে পিওআর মামলা দেওয়া হবে।




error: Content is protected !!