শরণখোলায় করোনা উপসর্গ নিয়ে উপসহকারী প্রকৌশলীর মৃত্যু।

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটের শরণখোলায় করোনা উপসর্গ নিয়ে প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোশারেফ হোসেন (৫০) মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার রাতে মুমুর্ষ অবস্থায় তাকে খুলনা নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।বুধবার সকালে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ চত্তরে তার জানাযা সম্পন্নের পর রাজৈর গ্রামের পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়েছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার রাজৈর গ্রামের আবুল হাশেম হাওলাদারের পুত্র মোশারেফ হোসেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন।গত চার দিন আগে ভান্ডারিয়া থেকে নিজ বাড়ী রাজৈর গ্রামে আসেন।

অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে তাকে এ্যাম্বুলেন্স যোগে খুলনা পাঠানো হয়।পথিমধ্যে গাজীর ব্রীজ নামক স্থানে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে সে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

মৃত্যুর পর রাতেই তার সেম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্র নিশ্চিত করেছে। তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, এ পর্যন্ত এ উপজেলায় মোট ৫৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।এর মধ্যে কাশেম খলিফা মৃত্যুবরণ করলেও বাকী ৫৮ জন সুস্থ রয়েছেন।




error: Content is protected !!