শাসক নয় সেবক হয়ে থাকতে চাই হ্নীলার চেয়ারম্যান রাশেদ মুহাম্মদ আলী

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
আজ ২৯ জুন বিকালে ওয়াল্ড ভিশন এনজিও’র অর্থায়নে কক্সবাজার টেকনাফ উপজেলার ২নং হ্নীলা ইউনিয়নের ৭, ৮ নং ওয়ার্ডের কর্মহীন ১৩০টি পরিবারে প্রতি পরিবারকে ৪৫০০ টাকা করে
মোট পাঁচলক্ষ ৮৫ হাজার টাকা বিতরন করা হয়।
উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
ছাত্রজীবনেই আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় হন উখিয়া-টেকনাফের সাবেক সফল সংসদ জননন্দিত জননেতা অধ্যাপক মুহাম্মদ আলীর মেঝ ছেলে হ্নীলার ইউনিয়নের কনিষ্ঠ চেয়ারম্যান রাশেদ মুহাম্মদ আলী।

সব সময় রাজনীতির চর্চা নিয়ে ব্যাস্ত থেকেছেন। দলের দুঃসময়ে রাজপথে থেকেছেন এবং দলের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। দক্ষ সংগঠক হিসেবে তার সুনাম কুড়িয়েছেন। তৃনমূল নেতাকর্মীদের পাশে থেকেছেন সব সময়।

হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি তারুণ্যের আইডল রাশেদ মুহাম্মদ আলী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের স্বার্থেই ভাগ্যহত জনগন আমাকে প্রতিনিধি বানিয়েছে।
তাছাড়া বিগত যে কোন সময়ের চেয়ে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ অনেক শক্তিশালী ও সুসংগঠিত। তিনি হ্নীলা বাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সেবা করে শাসক নয় সেবক হয়ে থাকতে চাই। আমি সারাজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।




error: Content is protected !!