শায়েস্তাগঞ্জের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ঈদ উপহার, আনন্দিত এলাকাবাসী

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ৯, ২০২১

অপরাধ ডেস্কঃ
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের বক্তব্য তুলে ধরা হলঃ-

প্রিয় উপজেলাবাসী,
আসসালামু আলাইকুম।
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত ১,৩৪৮ জনের ব্যাংক/ মোবাইল একাউন্ট বরাবর ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২,৫০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া, ব্যাংক একাউন্ট নাম্বারে ভুল থাকায় আরও ২৫ জনের টাকা ফেরত চলে গেছে। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে এই ২৫ জনের টাকা পুনরায় প্রেরণ করা হবে।

মোবাইল নাম্বারের অনুকূলে যাদের টাকা প্রেরণ করা হয়েছে তাদের কাছে মোট তিনটি মেসেজ যাবে। প্রথম মেসেজে সরকারের পক্ষ থেকে টাকা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হবে। দ্বিতীয় মেসেজে সংশ্লিষ্ট আর্থিক সেবা প্রদানকারী সংস্থা ( বিকাশ/ রকেট/ নগদ) বিষয়টি নিশ্চিত করবে। তৃতীয় মেসেজে পিন নাম্বার প্রেরণ করা হবে।

সহায়তা প্রাপ্তদের প্রতি অনুরোধ এই পিন নাম্বার কাউকে জানাবেন না। নিজেরা সংশ্লিষ্ট এজেন্ট (বিকাশ/ রকেট/ নগদ) থেকে পিন নাম্বার দিয়ে টাকা উত্তোলন করবেন। কোন কোন জায়গায় প্রতারক চক্র উপকারভোগীদের ফোন দিয়ে পিন নাম্বার চেয়ে নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। তাই, সহায়তা প্রাপ্তদের এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে সার্ভিস চার্জ প্রদান করা হয়েছে। তাই, উপকারভোগীরা ২,৫০০ টাকা পাবেন। কোন (বিকাশ/ রকেট/ নগদ) এজেন্ট এর থেকে কম টাকা প্রদান করলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

সেসব উপকারভোগীর সহায়তা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়েছে তাদের কাছে দুটি মেসেজ যাবে। একটি সরকারের পক্ষ থেকে এবং অপরটি সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে। দুটি মেসেজ প্রাপ্তির পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উপকারভোগী টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রেও কোন উপকারভোগীকে কোন চার্জ প্রদান করতে হবে না। প্রত্যেকেই ২,৫০০ টাকা করে পাবেন। এর কোন ব্যতয় ঘটলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে,
উপজেলা নির্বাহী অফিসার
শায়েস্তাগঞ্জ।




error: Content is protected !!