শায়েস্তাগঞ্জে ছিন্নমূল মানসিক ভারসাম্যহীনদের পাশে দাড়িয়েছে এক যুবক

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

সৌরভ পাল চৌধুরী, শায়েস্তাগঞ্জ

উন্নত দেশগুলোতে মৃত্যুর মিছিল বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন লম্বা হচ্ছে মৃতের তালিকা।
টানা লকডাউনে বিপাকে পড়েছে পরিবারের হতদরিদ্র মানুষ।

আরও বিপাকে পড়েছে শায়েস্তাগঞ্জ এলাকার ছিন্নমূল মানসিক ভারসাম্যহীনরা। খাবার না পেয়ে
অনেকেই ময়লা-আবর্জনা তুলে খেয়ে দিনযাপন করছিলেন।
দেশের স্বাভাবিক অবস্থায় তাদের বিভিন্ন হোটেল, দোকান থেকে অবশিষ্ট খাবার দেয়া হতো।
কিন্তু এখন হোটেল বন্ধ থাকায় তাদের অনাহারেই দিন কাটাতে হচ্ছে।
আর এসব বিষয় গুলো অনুধাবন করে মানুসিক ভারসাম্যহীনদের পাশে দাড়িয়েছে তরুন সমাজ সেবক শেখ ই আর ইকবাল।
ইকবাল প্রতিদিন বাড়িতে রান্না করা খাবার পেকেট করে শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে মানুসিক ভারসাম্যহীনদের খুজে খুজে তাদের হাতে খাবার তুলে দেন।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ জেনন ফ্রেন্ডস’র সদস্য ও তরুন সমাজ সেবক শেখ ই.আর. ইকবাল বলেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে মানসিক ভারসাম্যহীনরা বেকায়দায় পড়েছে। তারা কোথাও খাবার পাচ্ছে না। এসব দেখে আমি নিজে রান্না করে তাদের মুখে খাবার তুলে দিয়েছি। আমার মতো আরো কয়েকজন এগিয়ে এলে তাদের না খেয়ে থাকতে হবে না।

এ বিষয়ে প্রভাষক জালাল উদ্দিন রুমি বলেন ইকবালের উদ্যোগ নিসন্দেহে মহতি। ছিন্নমুল এসব মানুষের পাশে কেউ দাড়াতে চায় না। উনি দাড়িয়ে প্রমান করলেন মানুসিক ভারসাম্যহীনরাও মানুষ।
ইকবাল কে দেখে আরো মানুষ উৎসাহিত হয়ে এসব ছিন্নমুল মানুষের পাশে দাড়াবে।




error: Content is protected !!