শায়েস্তাগঞ্জে টিসিবির পোকা খাওয়া ও পুথি ধরা নিম্ন মানের চাউল বিতরণ , উপকার ভোগীদের ক্ষোভ

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৪

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা টিসিবির পণ্য খাবার
অনুপযোগী পুথি ধরা ও পোকা খাওয়া মাঝে মধ্যে নিম্ন মানের চাউল বিতরণের অভিযোগ উঠেছে । নিম্ন মানের চাউলের কথা
সকলে স্বীকার করলেও দায় নিচ্ছেন না কেউ । জানা যায় , উপজেলা প্রশাসনের নিয়োগ কৃত ট্যাগ অফিসার কে সামনে রেখেই
ডিলাররা চোখে ফাঁকি দিয়ে নিম্ন মানের চাউল বিতরণ অভিযোগ পাওয়া যায় । উপজেলা প্রতি মাসে পৌরসভা ও ৩ টি
ইউনিয়নের উপকার ভোগীর মাঝে টিসিবি পণ্য বিতরণে কর্ম সূচী নির্ধারিত হয়। নিয়ম অনুযায়ী উপজেলা খাদ্য গুদাম
কর্মকর্তা ( ওসিএলএসডি) কাছ থেকে চাউল সংগ্রহ করে বিতরণ করেন টিসিবি ডিলার গণ। চলতি বছর প্রতি মাসে টিসিবি
পণ্য বিতরণের সময় নিম্ন মানের চাউল দেখে টিসিবি কার্ডধারী সুবিধাভোগীদের অনেকেই আপওি করেন । নিম্ন মানের খাবার
অনুপযোগী চাউল আগামী কাল মঙ্গলবার (২৬ মার্চ ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিসিবি বিতরণ করা হবে । নিম্ন
মানের চাউল বিতরণ করলে আপওি করবেন উপকার ভোগীরা টিসিবি ডিলারদের উপর । এক পর্যায়ে অনেকেই চাউল ছাড়া
অন্য দুটি পণ্য গ্রহণ করেন । আবার অধিকাংশ কার্ডধারি পুথি ধরা ও পোকা খাওয়া উওোলন করে বাজারে বিক্রি করে দেন ।
শায়েস্তাগঞ্জ পৌর সভার চরনূর আহমদ গ্রামের ফ্যামেলী কার্ডধারী বলেন , প্রতি মাসে ২ কেজি মসুর ডাল , ২ লিটার সয়াবিন
তেল, ৫ কেজি চাউল ও ১ টি ব্যাগ সহ ৪৮০ টাকায় ক্রয় করে ছিলাম । পরে বাড়িতে নিয়ে দেখি চাউল গুলো খাওয়ার মত নয়
। নুরপুর ইউনিয়নে আলগাপুর গ্রামের সাহাব উদ্দিন বলেন , টিসিবি ডিলাররা কোনো সময় ভালো চাউল দেয় , আবার
কোনো সময় পুথি ধরা, পোকা খাওয়া চাউল গুলো হাঁস -মুরগী খাবার খেতে চায় না । তবে চাউল খাবার অনুপযোগী না
হওয়ায় খাওয়া যায় না । শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সাহেদ আলী বলেন , চাউলে পুথি ধরা, পোকা খাওয়া ও
লাল টুকটুকে চাউল । এ গুলো চাউল হাঁস- মুরগীকে খাওয়ানো ছাড়া উপায় নেই । তারা আরো বলেন , সরকার স্বল্প মূল্য
সারাদেশে অসহায় – গরিবদের জন্য টিসিবি ডিলার মাধ্যমে চাউল বিতরণে উদ্যোগ গ্রহণ করেন । অথচ তা যদি চাউল খাওয়া
না যায় , এ চাউল নিয়ে লাভ কি । একই অভিযোগ উপজেলার প্রায় উপকার ভোগীর । টিসিবি ডিলাররা পণ্য বিতরণে সময়
ট্যাগ অফিসারকে চোখে ফাঁকি দিয়ে এসব নিম্ন মানের চাউল বিতরণ করলে ও কথা বলার কেউ নেই ।




error: Content is protected !!