শায়েস্তাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক অপব্যবহার ও রোধকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ৬, ২০২২

 

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে
উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তাদের
তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা
হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের
সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী
অফিসার (ইউ.এন.ও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা
একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার এর পরিচালনায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ
তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর ও
শায়েস্তাগঞ্জ উপজেলা (ভূমি) সহকারী কমিশনার ইয়াসিন আরাফাত রানা,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সহকারী সার্জন ডাঃ বিশ্বজিৎ রায়,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার। উক্ত কর্মশালায় বক্তব্য
রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোর্শেদা আক্তার, শায়েস্তাগঞ্জ
ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জহুর চাঁন বিবি
মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ থানা (তদন্ত) ওসি
মোঃ মোর্শেদ আলম, উপজেলা মৎস্য বীজ খামার উৎপাদন ব্যবস্থাপক অশোক
কুমার, শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ
আশরাফ উদ্দিন মামুন প্রমুখ। প্রধান অতিথি বলেন, সম্মিলিত প্রয়াসের
মাধ্যমে গণ আন্দোলন যুবকদের মাদকের এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণ করা
সম্ভব। তিনি আরও বলেন এই মাদক থেকে যুব সমাজকে ফেরাতে সবাইকে
এগিয়ে আসতে হবে এবং সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। এই
কর্মশালা ও আলোচনা বিশেষ অতিথি এবং প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে
ছিলেন উপজেলা (ভূমি) সহকারী কমিশনার মোঃ ইয়াসিন আরাফাত রানা। উক্ত
কর্মশালায় উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, কলেজের অধ্যক্ষ, থানা
পুলিশ প্রশাসন, গণ মাধ্যম প্রেসক্লাবের সভাপতি ও জনপ্রতিনিধি
চেয়ারম্যানসহ ৩০জন ভুক্ত উপকারভোগীদের নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার
রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা
প্রণনয়ের লক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।#




error: Content is protected !!