শায়েস্তাগঞ্জে  বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল রেকর্ডিং স্টুডিও উদ্বোধন

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডিজিটাল স্টুডিও উদ্বোধন করা হয়েছে। ১৫ই জুন সোমবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যোৎন্সা ললিত ভবনে তৃতীয় তলায় শিক্ষাথর্ীর কক্ষে স্টুডিও উদ্বোধন অনুষ্ঠান্বে শায়েস্তাগঞ্জ  বালিকা উচ্চ বিদ্যালয়ে এড হক পরিচালনা  কমিটির সভাপতি ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ চন্দ্র দাশ তালুকদারের পরিচালনায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য  উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী  অফিসার (ইউ.এন.ও) মোঃ মিনহাজুল ইসলাম। অনলাইন পাঠদানের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান,  শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী , কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক প্রমুখ। এছাড়াও উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য  উপস্থিত ছিলেন।  এদিকে উপজেলার শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে একমাত্র ডিজিটাল রেকর্ডিং ষ্টুডিও হিসেবে ব্যবহার করবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান।




error: Content is protected !!