শায়েস্তাগঞ্জে ৬ হাজার নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রী দিলেন ফজল তালুকদার

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

সৌরভ পাল চৌধুরী, শায়েস্তাগঞ্জ থেকে:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফজল উদ্দিন তালুকদার ব্যক্তিগত উদ্যোগে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে এ পর্যন্ত ৬ হাজার কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছেন।

সোমবার (১৮ মে) শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের পুরানবাজার ঈদ গা মাঠে ৪০০ জন অসহায়, দরিদ্র লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রবীন নেতা শেখ মুজিবুর রহমান, আতাউর রহমান মাসুক, রাহেল মিয়া সরদার, ওয়ার্ড কাউন্সিলর তাহির মিয়া, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, মুরাদ তালুকদার, যুবলীগ নেতা ফরিদ হাসান, পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক টি এম আফজল, উপজেলা যুবলীগ নেতা শোয়েব আহমেদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুক আহমেদ, ছাত্রলীগ নেতা তুষার তালুকদার ও মাসুম তালুকদারসহ আরো অনেকেই।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের নির্দেশে উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিরতণ করে যাচ্ছেন।

জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বলেন- উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার করোনা ভাইরাস শুরু হবার পর থেকে শায়েস্তাগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী উপহার নিয়ে আপনাদের পাশে দাড়িয়েছেন। আপনারা তার জন্য ও তার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাকে আরো বেশি করে তাওফিক দান করেন।

উপজেলা যুবদলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও এমপি আবু জাহিরের পরামর্শে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আজকে পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে ৬ হাজার দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
দেশের এই ক্রান্তিকালে মানুষের পাশেই আছি, ভবিষ্যতেও থাকতে চাই।




error: Content is protected !!