শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন।

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

সভাপতি – আখলাক , সহ-সভাপতি – ইকবাল , সম্পাদক – মোজাম্মেল , যুগ্ম সম্পাদক -ফুল
মিয়া, কোষাধ্যক্ষ – বাবুল

শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ
অনলাইন প্রেস ক্লাবের ২০২৩- ২০২৫ সেশন ( দ্বিবার্ষিক) কমিটি গঠন করা হয়েছে । রবিবার
(৩১ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পৌরশহরে থানা রোড ( ড্রাইভার বাজার)
এলাকায় ্য়ঁড়ঃ; শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব ্য়ঁড়ঃ; অস্থায়ী কার্যালয়ে অনলাইন প্রেস
ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে উপজেলার অনলাইন প্রেস ক্লাবের
বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও সরকারি নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল কর্মরত সকল
নেতৃবৃন্দ উপস্থিতিতে ২০২৩ – ২০২৫ সেশন নির্বাহী কমিটি গঠন কল্পে নির্বাচন বিষয়ে
সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং বিগত ২০২১- ২০২৩ সেশন নির্বাহী কমিটি সর্ব সম্মতি
ক্রমে বিলুপ্ত করে দেওয়া হয় । দুপুর ১২ টায় ১১ সদস্য পদে নির্বাচনে প্রস্তুতি নেয় সকল সদস্য ।
পরে সকল সদস্য সর্বসম্মতিক্রমে নির্বাচনে প্রার্থীদের স্ব-স্ব পদে প্রার্থী হলে ও কোনো
প্রতিদ্বন্ধসঢ়;দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্ধসঢ়;দ্বীতা নির্বাচিত হয় ১১ কার্য নির্বাহী
কমিটি সদস্য । নবনির্বাচিতরা হলেন – দৈনিক প্রতিদিনের সংবাদ ও আজকের সিলেট ডটকম
এর শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর কে সভাপতি ও দৈনিক আমার
বার্তা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক সফিক কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিনা
প্রতিদ্বন্ধসঢ়;দ্বীতায় কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেন – চুনারুঘাট অনলাইন প্রেস
ক্লাবের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ মুহিত চৌধুরী ফলাফল ঘোষণা করেন ।
কমিটির অন্যান্যরা বিনা প্রতিদ্বন্ধসঢ়;দ্বীতা নির্বাচিত হলেন – সহ-সভাপতি সৈয়দ ইকবাল
হোসেন (প্রাচীন দৈনিক যুগভেরী) , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফুল মিয়া
(দৈনিক লাখো কন্ঠ ) , কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম বাবুল (দৈনিক প্রভাত বেলা ) ,
সাংগঠনিক সম্পাদক কাজী মহারাজ মিয়া (দৈনিক শ্যামল সিলেট ) , প্রকাশনা – তথ্য ও গবেষণা
সম্পাদক সৈয়দ আরিফ উদ্দিন সৈকত ( সাপ্তাহিক জনতার দলিল) , দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ
শাহাব উদ্দিন ( দৈনিক বিবিয়ানা ) , নির্বাহী সদস্য মোঃ হাছান আলী ( দৈনিক
প্রতিদিনের সংবাদ ও দৈনিক খোয়াই ) , মোঃ জুয়েল চৌধুরী (দৈনিক প্রতিদিনের বাণী ) ,
মোঃ আব্দুল মোতালিব ( দৈনিক খোলা চিঠি ) । উল্লেখ্য – ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ়
প্রত্যেয় নিয়ে স্বল্প পরিসরে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব শুরু হয় ২০১৯ সালে ৩ অক্টোবর ।
অথচ জাতীয় অনলাইন প্রেস ক্লাবের অন্তরভুক্ত ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোঃ সাইফুর
তালুকদার মাধ্যমে ্য়ঁড়ঃ;শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব ্য়ঁড়ঃ; আত্ম প্রকাশ করে । অনলাইন
প্রেস ক্লাব এখন হয়ে উঠেছে মহীরুহ । এটি এখন কেবল অনলাইন প্রেস ক্লাবের গণমাধ্যম

কর্মী ( সাংবাদিক ) দের ঠিকানা নয় , বরং একতা , সহযোগিতা , ভ্রাতৃত বন্ধন , ঐক্যের
প্রতিক , সংস্কৃতি , আলোচনা , শিক্ষা , প্রদর্শনী , প্রশিক্ষণ এবং নিবন্ধনকৃত অনলাইন
গণমাধ্যম কর্মী ( সাংবাদিক ) দের স্বার্থ সংরক্ষণ ও মান উন্নয়ন – সবাই এই জাতীয় অনলাইন
প্রেস ক্লাব কে কেন্দ্র করে আবর্তিত হয়ে আসছে । বাংলাদেশের অন্যতম ঐতিহ্য বাহী
প্রতিষ্ঠান অনলাইন প্রেস ক্লাব ।




error: Content is protected !!