শায়েস্তাগঞ্জ সাহিত্য ও সংগীত একাডেমির ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২২
সৈয়দ শাহান শাহ্ পীর || গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ সাহিত্য ও সংগীত একাডেমির ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং আলোচনা সভা, গুনীজন সন্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – অনুষ্ঠিত হয়।
 জানাযায়,  গতকাল শায়েস্তাগঞ্জ  প্রেসক্লাবে বিকাল থেকে রাত পর্যন্ত  ”শায়েস্তাগঞ্জ সাহিত্য ও সংগীত একাডেমির” আয়োজনে এবং উক্ত একাডেমির সভাপতি  ও  সিনিয়র সাংবাদিক  সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ শাহান শাহ পীর  এবং পরিচালনায় ছিলেন, হামিদুল হক বুলবুল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নজরুল ইসলাম তামেজি চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোস্যাল প্রিন্টিং রিসার্চ সেন্টারের
কর্মকর্তা , বিশেষ অতিথি নুরুল আমিন খান জনতা ব্যাংকে লিমিটেডের ডিপুটি জেনারেল ম্যানেজার , বিশেষ অতিথি
আ স ম আফজাল আলী সভাপতি  শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , মইনুল হাসান রতন উক্ত প্রেসক্লাবের সম্পাদক ,  ফিরোজুল ইসলাম চৌধুরী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং উক্ত একাডেমির অগনিত সদস্য – সদস্যা   ও  সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য , অনুষ্ঠানের সমাপ্তিতে সম্মাননা বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের শিল্পীরা গান পরিবেশন করেন।



error: Content is protected !!