শিবপাশায় পুকুর থেকে বানিয়াংয়ের টমটম চালকের মরদেহ উদ্ধার জড়িত সন্দেহে আটক ২

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জের শিবপাশার আব্দুল্লাপুর গ্রামের অদূরে গত বৃহস্পতিবার বিকাল ৩ টায় একটি পুকুর থেকে মোঃ আরজান মিয়া (১৭) নামে টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যা অনুমানিক ৭ টায় থানার অফিসার্স ইনচার্জ ( তদন্ত) মোঃ গোলাম ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম বানিয়াংয়ের ৪ নং ইউনিয়নের প্রথমরেখের বাসিন্দা মৃত- গোসাই সরকারের পুত্র রথীন্দ্র সরকার (৩২) ও একই এলাকার সুবিদপুর ইউনিয়নের বলকীপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জব্বারের পুত্র মোঃ আব্দুস ছাত্তার ( ৬৫) গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত রথীন্দ্র সরকারের বাড়ির এলাকা থেকে টমটম ও আব্দুস ছাত্তার মিয়ার মালিকাধীন টমটম থেকে নিহত মোঃ আরজান মিয়ার টমটমে ব্যবহৃত ব্যাটারি উদ্ধার করে পুলিশ। তাদের আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারিক আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। গতকাল বুধবার তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আজমিরীগঞ্জের শিবপাশার আব্দুল্লাপুর গ্রামের অদূরে একটি পুকুরের পানিতে গত বৃহস্পতিবার দুপুর অনুমানিক পৌণে ১ টায় একটি মরদেহ ভেসে থাকতে দেখে কৃষিকাজ করতে আসা ওই এলাকার কতিপয় কৃষক। খবর পেয়ে, আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্হলে উপস্থিত হয়ে পুকুরের পানিতে ভেসে থাকা মরদেহটিকে উদ্ধার করে। পর ওই মরদেহের হাতে থাকা মোবাইল সেট থেকে সীম খুলে তার বাড়ির লোকজনের সহিত যোগাযোগ করা হয়। একই সময় লাশের পেছনের পকেট থেকে নগদ ১১০ টাকা উদ্ধার করে পুলিশ। তবে তার ব্যবহৃত টমটমটি আশেপাশে কোথায়ও দেখা যায়নি। এদিকে ওই সীমটি প্রবেশ করিয়ে মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, উদ্ধার করা মরদেহটি বানিয়াংয়ের ২ নং উত্তর পশ্চিম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঁনপাড়া মহল্লার বাসিন্দা মোঃ বশির মিয়ার পুত্র ও টমটম চালক মোঃ আরজান মিয়া (১৭)’র। অপরদিকে পরিবারের লোকজন জানায়, একই দিন বৃহস্পতিবার সকাল ৮ টায় বাড়ি থেকে সকালের নাস্তা খেয়ে টমটম নিয়ে বের হয় আরজান। একই সময় তার পিতা ও ভাইকে নিয়ে এসে তাদের জমির কাছে নামিয়ে দিয়ে টমটম নিয়ে কাজে চলে যায়। যেহেতু রোজকার মত টমটম নিয়ে যথাসময়ে বাড়ি চলে আসার কথা। তাই তার খোঁজ-খবর নেয়ার প্রয়োজন হয়নি। একই দিন বিকাল অনুমানিক ৫ টায় বানিয়াংয়ের কুন্ডের পারের অদূরে ঝোঁপঝাড়ের আড়াল থেকে পরিত্যক্ত অবস্হায় টমটমটি উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার হওয়া টমটমটিতে ব্যাটারি পাওয়া যায়নি। হত্যার প্রকৃত কারণ এখনও খোঁজে পায়নি পুলিশ।




error: Content is protected !!