শেরপুরের শ্রীবরদী পৌরসভার নির্বাচনে মেয়র হতে চান হাবিবুল্লাহ হাবি

মোঃতারিফুল আলম তমাল
শেরপুর,জেলা,প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী পৌরসভার দু’বার কাউন্সিলর নির্বাচিত হয়ে এবার মেয়র হতে চান হাবিবুল্লাহ হাবি।দীর্ঘদিন যাবত এলাকার নানা কারণে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোসহ সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন। বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি তুলে ধরেন নানা তথ্য।জানা যায়, হাবিবুল্লাহ হাবি শ্রীবরদী পৌরসভার সাতানী মথুরাদী মহল্লার মৃত হাফেজ উদ্দিনের ছেলে। জনপ্রিয়তার কারণে পরপর দুইবার কাউন্সিলর পদে নির্বাচিত হর।এবার পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হিসাবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি হন। পরে ২০১৭ সালে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য।এছাড়াও সামাজিক সংগঠনের সাথে তার রয়েছে সম্পৃক্ততা। তিনি মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তিগত সহয়তা করে যাচ্ছেন। তিনি বলেন, ভোটারদের দাবিতেই পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছি। আমি মেয়র নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চাই।