
আসলাম পারভেজ,হাটহাজারীঃ
যত্রতত্র ভাবে কোরবানির পশুর হাট না বসানোর তাগিদ উপজেলা প্রশাসনের।মঙ্গলবার ২৮জুলাই সকাল ১১টার দিকে হাটহাজারী পৌরসভার কড়িয়ার দিঘীর পাড় এলাকায় হাটহাজারী মডেল থানা পুলিশের সহায়তা হাটহাজারী উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট শরীফ হেলালী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
রাঁস্তার ধার ঘেঁষে,সরকারি জায়গা দখল করে গরু ছাগলের হাট বসানো যাবে না।গরু ছাগল বেঁচাকেনার জন্য নির্দিষ্ট স্থান গরুর হাট-বাজার রয়েছে,সেখানে গরু গুলো নিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।পরিশেষে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।