সরকারী গাড়ীর ব্যক্তিগত ব্যবহার কুষ্টিয়া এলজিইডি’র প্রকৌশলী প্রকাশ চন্দ্রের বির্তকিত কর্মকান্ড

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া এলজিইডি’র তত্বাবধায়াক প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাসের বির্তকিত কর্মকান্ড। সরকারী কাজের জন্য দেওয়া গাড়ি ব্যবহার করেন ব্যক্তিগত কাজে। প্রতি বুধ-বৃহস্পতিবার আসলেই সরকারি গাড়ি নিয়ে যান নিজ বাড়ি মাগুরায়। বাড়িতে তার ব্যক্তিগত কাজগুলো করেন সরকারী গাড়ি ব্যবহার করেই। এভাবেই সরকারী গাড়ি ব্যবহার করে ফিরে আসেন কুষ্টিয়া অফিসে রবিবার। সরকারী গাড়ির ব্যক্তিগত ব্যবহার প্রকৌশলী প্রকাশ চন্দ বিশ্বাসের কাছে নিত্য দিনের ব্যাপার। ফলে সরকারকে তার পেছনে গাড়ির খরচ বাবদ প্রতিবছর গুনতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাতে দায় নেই তার। কারন তিনি কুষ্টিয়া এলজিইডির বড় অফিসার। প্রকাশ চন্দ্রের বির্তকিত কর্মকান্ড শুধু গাড়িতেই সীমাবদ্ধ নই। কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ঠিকাদারদের রয়েছে তার বিরুদ্ধে অভিযোগের বহর। অনেকেই আবার ২% অফিসারও আখ্যা দিয়েছেন তাকে। এ অঞ্চলের ঠিকাদারদের অভিযোগ সূত্রে আরো জানা যায়, প্রকৌশলী প্রকাশ চন্দ্রকে মাসোহারা ব্যতিত তাদের কাজ করাই দায়। বিলের টাকা গ্রহন করতে হলে দিতে হয় ২%। ওয়ার্ক ওর্ডার পাওয়ার পূর্বে দিতে হয় ১%। ফলে সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যবহত হচ্ছে বলেও অভিযোগ করে ঠিকাদাররা।
এ ধরনের বির্তকিত কর্মকান্ডের কারনে মেহেরপুর জেলার এক্সএন থাকা অবস্থায় ঠিকাদারদের বিক্ষোভের মুখে বদলিও করা হয় তাকে। বিগত সময়ে ঝিনাইদহে থাকা অবস্থায় ঠিকাদারদের কাছ থেকে অর্থ দাবীর কারনে অফিস ঘেরাও করার মতো ঘটনাও ঘটেছে তার সাথে। সেখান থেকেও হয়েছে বদলি। বর্তমানে তিনি কুষ্টিয়া অঞ্চলের এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী। এখানেও তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কাজের তত্বাবধানের নামে অযথা ঠিকাদারদের হয়রানি, কাজ আটকে দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন ঠিকাদাররা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানায়, তার কাজের শেষ মূহুর্তে হঠাৎই কাজ বন্ধ করে দেই প্রকৌশলী প্রকাশ চন্দ্র। অসহায় ঠিকাদার কি করবে বুঝে উঠার আগেই তার অধিনস্থ কর্মচারী দ্বারা অফার করা হয় অনৈতিক সুবিধার। অনৈতিক সুবিধা দিয়েই সেই ঠিকাদারকে শেষ করতে হয়েছে তার কাজ। এভাবেই কুষ্টিয়া এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাসের চলছে তত্বাবধানের কাজ। অনিয়ম আর দূর্ণীতির মাধ্যমে নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। অনুসন্ধান করলেই মিলবে যার সত্যতা। এছাড়াও কুষ্টিয়া মেহেরপুর চূড়াডাঙ্গা ঝিনাইদহের একাধিক ঠিকাদার তার বিরুদ্ধে আনিত বির্তকিত কর্মকান্ডের অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে কুষ্টিয়া এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনোধরনের অনিয়মের সাথে জড়িত নই। তবে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টি তিনি স্বীকার করে বলেন, সবসময় নই, জরুরি প্রয়োজনে মাঝে মাঝে ব্যবহার করা হয়।




error: Content is protected !!