অপরাধ ডেস্ক। করোনার মহামারীতে দেশের মানুষ যখন দিশেহারা কর্মহীন মানুষ যখন লকডাউনের খপ্পরে গৃহবন্ধি টিক তখনই মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত হবিগঞ্জের মাটিও গনমানুষের নেতা আলহাজ্ব এড. আবু জাহির এমপি নিজের জিবনের কথা চিন্তা না করে। দূর্দশা গ্রস্থ মানুষের পাশে করোনার ঝুকি এরাতে প্রথমে শহর থেকে গ্রামে মাস্ক বিতরন করছেন। করোনা যখন মহামারী রুপ ধারন করে কর্মহীন মানুষ যখন হয়ে যায় লকডাউন তখনই দেখা যায় এড. আবু জাহির এমপি জেলার প্রতিটি অঞ্চলে ত্রান নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে সহযোগীতার হাত প্রসারিত করেছেন। মাননীয় প্রধান মন্ত্রীর সাথে জেলা প্রসাশনের মাধ্যমে বিডিও কন্পারেন্সের মাধ্যমে হবিগঞ্জের সর্বস্থরের মানুষের অভাব অভীযোগ তুলে ধরেছেন। সাধারন মানুষের মতে, আমাদের এমপি সাহেব অন্যদের মত ঘরে না বসে থেকে নিজের জিবনের কথা চিন্তা না করে এই দূর্যোগে আমাদের পাশে এসে সবাইকে কৃতজ্ঞ করেছেন যার ঋণ কোন দিন পরিশোধ হবার নয়। নেতা কর্মীদের দাবি, এমপি মহোদয় মাঠে ঘাটে যে ভাবে বিচরন করছেন এতে করে আওয়ামীলীগের নেতাকর্মীরা উৎসাহ পেয়ে সকলেই একযোগে এই বিপদ থেকে পরিত্রানের জন্য কাজ করছেন আল্লা যেন এড. আবু জাহির এমপিকে নেক হায়াত দান করেন।