মোঃ আশাদুল ইসলাম,
কোটচাঁদপুর প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত সাত দিনের লকডাউন মানা হচ্ছে না ঠিকমত।ঝিনাইদহের কোটচাঁদপুরে চলছে ঢিলেঢালা লকডাউন।
লকডাউনের তৃতীয় দিন শুক্রবার (১৬ই এপ্রিল) সকাল থেকে কোটচাঁদপুর পৌর শহরের রাস্তাঘাটে চলছে হালকা নানা রকম যানবাহন।বাজার ঘাটে আসছে মানুষ, তাদের চাহিদা মেটানোর জন্য। খোলা রয়েছে শহরের কিছু কিছু দোকানপাট।
আজ সকালে থেকে কোটচাঁদপুর মেইনবাসষ্ট্যান্ড, কলেজবাসষ্ট্যান্ড, বলুহরবাসষ্ট্যান্ড ও বাজারের পায়রা চত্বর, কলেজবাষ্ট্যান্ড সহ কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তাঘাটে সাধারন জনগন। ওষুধ এবং মুদি দোকান ছাড়াও কিছু কিছু অন্য দোকানপাট খোলা দেখা গেছে।কোটচাঁদপুর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিলেও সাধারন জনগনে মানছে না লকডাউন। জরুরি কাজ থাকলে পুলিশ সদস্যরা তাদের কে দ্রুত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন।