সরকার নতুন প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নেওয়ার নীল-নকশা প্রনয়ন করে যাচ্ছে–শামসুল আলম বাহাদুর

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-

সরকারের মদের লাইসেন্স প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শাখার উদ্যোগে, আজ ২৩ ফেব্রয়ারী বুধবার শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শহর জামায়াতের সেক্রেটারী রিয়াজ মুহাম্মদ শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শামশুল আলম বাহাদুর। বিশেষ অতিথির বক্তব্য রাখে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি রাশেদুল হক।

সমাবেশে বক্তাগণ বলেন, এই সরকার মুসলমানদের কলিজায় আঘাত করেছে। ৯০ ভাগ মুসলমানের দেশে মদের লাইসেন্স প্রদানের মাধ্যমে যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে যুব সমাজকে ধ্বংস করে দিতে চায়। ২১ বছর বয়স পর্যন্ত তরুন-যুবকদের মদ খাওয়ার লাইসেন্স প্রদান করে, সরকার নতুন প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নেওয়ার নীল-নকশা প্রনয়ন করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার মদের লাইসেন্স দিয়ে মূলত ইসলাম ও ইসলামী আদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শাসক গোষ্ঠীর শেষ রক্ষা হয়নি। আর কখনো হবে না। নেতৃবৃন্দ সরকারের ইসলাম বিরোধী অপতৎপরতা মোকাবেলায় জাতীকে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের আহবান জানান।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান জেলা সেক্রেটারী মুহাম্মদ মুহসিন, শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা, ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলাওয়ার হোসেন, শ্রমিক কল্যান জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, শহর জামায়াত শূরা ও কর্মপরিষদ সদস্য দরবেশ আলী আরমান, জাহেদুল ইসলাম নোমান, শিবির নেতা নুরুল আমিন, রুহুল আমিন আব্দুর রহিম নূরী, ইব্রাহিম খলিল, মোস্তাক আহমদ প্রমূখ।




error: Content is protected !!