সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে- বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২
মোঃ রাসেল মোল্লা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে না। ধর্ম নিয়ে আমাদের কারো উত্তেজনা করা উচিত নয়। বঙ্গবন্ধু আমাদেরকে ধর্ম নিরপেক্ষ রাজনীতি শিখিয়েছেন। হিন্দু সম্প্রদায় ও পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ ও মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনের সময় একথা বলেন।
মুড়াপাড়া নারসিংগল দূর্গা মন্দিরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক, হাবিবুর রহমান হারেজ, আব্দুল মান্নান মুন্সি, ডাঃ ফয়সাল, মাসুম চৌধুরী অপু, রূপগঞ্জ উপজেলা পূজা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগ্রাম চন্দ্র দাস রানা, দিপক সাহা, মোমেন মোল্লা, রিটন প্রধান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।



error: Content is protected !!