
আবদুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি
যশোর মনিরামপুর উপজেলার মাসনা মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মুফতী ইয়াহইয়া সাহেবের প্রতিষ্ঠিত খেদমতে খলক্ব ফাউন্ডেশনের সারাদেশে ৫৭ তম কাফন দাফন সম্পন্ন।
৩০ আগস্ট রবিবার কুষ্টিয়া জেলার সদর থানার কুঠিপাড়া গ্রাম ২৯/২ লুৎফর মুন্সী সড়ক জনাব তোফাজ্জেল হোসেন (৫২) করোনা আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন। এ খবর খেদমতে খলককে জানালে কুষ্টিয়া সদর কাফন-দাফন টীম টীম প্রধান মাওঃ আঃ মতিন (01722-953955) এর সমন্বয়ে ছয় সদস্য টীম সেখানে পৌছায় এবং যথাযথ নিয়মানুযায়ী সুন্নাত তরিকায় গোসল ও কাফন-দাফন পরম যত্নে শেষ করেন।
খেদমতে খলক ফাউন্ডেশনের প্রচার বিষয়ক সমন্বয়কারী মুফতি সাইফুল ইসলাম জানান ইতিমধ্যে #ঢাকা জেলার, খিলক্ষেত থানায় ১জন, খুলনা বিভাগের ৬৩টি উপজেলার #যশোর জেলার কোতয়ালী থানায় ৭ জন, মণিরামপুর থানায় ৩ জন, অভয়নগর থানায় ৪ জন, বাগারপাড়া থানায় ১ জন, কেশবপুর থানায় ২ জন, শার্শা থানায় ২ জন, #খুলনা জেলার খালিশপুর থানায় ৪ জন, ডুমুরিয়া থানায় ১ জন, তেরখাদা থানায় ১ জন, ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর থানায় ১ জন, শৈলকুপা থানায় ৩ জন, হরিণাকুন্ডু থানায় ৪ জন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় ৬ জন, কালীগঞ্জ থানায় ১ জন , পাটকেলঘাটা থানায় ২ জন , কুষ্টিয়া জেলার সদর থানায় ৫জন, খোকসা থানায় ২ জন, #মেহেরপুর জেলার সদর থানায় ১জন, #চুয়াডাঙ্গা জেলার সদর থানায় ২ জন ও দামুড়হুদা থানায় ২ জন #বাগেরহাট জেলার ফকিরহাট থানায় ১ জন সহ মোট #৫৭জন করোনা মৃতদের কাফন-দাফন সম্পন্ন হয়েছে।
খেদমতে খলক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা বা করোনা উপসর্গ বা সাধারণ মৃত্যু বরণ করলে তার গোসল, কাফন-দাফনের জন্য খেদমতে খলক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে (01911-019744) নাম্বার দেন। উল্লেখ্য খুলনা বিভাগের প্রতিটি থানাতেই খেদমতে খলক ফাউন্ডেশন-এর কাফন-দাফনের প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক টীম প্রস্তুত আছে।
এবং নিজস্ব ফ্রী এম্বুলেন্স সার্ভিস-এর ব্যবস্থা আছে।