সারা দেশের ন্যায় কলাপাড়ায় এস, এস, সি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু ॥

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, মে ১, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  সারা দেশের ন্যায় কলাপাড়ায় এস,এস,সি,
দাখিল ও সমমানের পরীক্ষা শুারু হয়েছে। রবিবার সকাল ১০টায় কলাপাড়ার ৮ টি
কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২,৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে
২,৬০৩জন অংশগ্রহন করে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে হাজারো
অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের
তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে
আইন-শৃঙ্খলা বাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা
সম্পাদনের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও কেন্দ্রগুলোতে নির্বাহী
ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্বে ছিলো।

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জানান,
কলাপাড়া ও মহিপুরের ৮ টি কেন্দ্রে সুন্দরভাবে পরীক্ষা চলছে। তার মধ্যে
এস,এস,সি, ৫ টি, দাখিল  ২ টি ও ভোকেশনাল ১ টি কেন্দ্র।  রবিবার এস, এস,
সি,তে ১,৭২৭ জনের মধ্যে  ১,৬৯৩ জন, ভোকেশনালে ২১৬ জনের মধ্যে  ২১২ জন,
দাখিলে ৭০২ জনের মধ্যে  ৬৯৮ জন অংশগ্রহণ করে।




error: Content is protected !!