সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্র্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্র্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কে. এন. ইসলাম বাবুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
গত রবিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়, পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা, অফিসার ক্লাব, প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এছাড়া রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারিদের মধ্যে গতকাল সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়