সিরাজদিখানে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু,  গ্রহীতাদের মাঝে বৃক্ষ বিতরণ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ জুন শনিবার থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় উপজেলা  ইউএনও পার্কে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা । এ সময় দুই শতাধিক সেবা গ্রহীতার মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অর্পিত সম্পত্তির লীজমানির ডিসিআর হস্তান্তরও করা হয়। ৮জুন থেকে ১৪জুন পর্যন্ত ভূমি সেবা সাপ্তাহে আশা সেবা গ্রহীতার মাঝে সেবার পাশাপাশি ৫শত ফলজ বৃক্ষ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে।  ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে। ভূমি অফিসে না এসেই নাগরিকরা যেন সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে কর্মশালা ও সেবা মূল্যায়নের ব্যবস্থাও করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো কামাল হোসেন, সার্ভেয়ার লিয়র হোসেন, সার্ভেয়ার বাদশা মিয়া, নাজির কাম ক্যাশিয়ার শামীম কবির প্রমুখ।



error: Content is protected !!