সিরাজদিখানে হেলিকপ্টারের ঝড়ো হাওয়ায় উড়ে গেল ঘরের চাল

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

হাবিব হাসান মুন্সীগঞ্জ থেকে :

সিরাজদিখানে হেলিকপ্টারের ঝড়ো হাওয়ায়
উড়ে গেল তিনটি দোকান ঘরের চাল।
ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের,ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়।গত বৃহস্পতিবার আনুমানিক সময় সকাল ১১ ঘটিকায় এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান
সকাল ১১ টার দিকে হঠাৎ করেই পশ্চিম দিক থেকে ইছাপুরা বাজার এর উপর দিয়ে পূর্ব দিক একটি হেলিকপ্টার ঝড়ো গতিতে অনেক নিচ দিয়ে চলে যায়।বাজারের দোকানী ও বাজার করতে আসা মানুষজন কোন কিছু বুঝে ওঠার আগেই, বিকট শব্দ এবং ঝড়ো বাতাসের কারণে দিক দিক ছুটতে থাকে।
হেলিকপ্টারটি সম্ভবত সেনাবাহিনীর হবে বলে এলাকাবাসী জানায়।

দূর থেকে দাঁড়িয়ে থাকা একজন পানের দোকানদার জানান হেলিকপ্টারটির তিন ফুট নিচে ৩৩০০০ হাজার (এস টি)বিদ্যুৎতের তার রয়েছে,
তারে পেছিয়ে গেলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

ঘটনাস্থলের পাশে রয়েছে ইছাপুরা বাজার,ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ও অত্যন্ত ২০ টি বিভিন্ন পন্যের দোকান।
ক্ষতিগ্রস্ত এক লাইব্রেরী ব্যবসায়ী নাসির উদ্দিন জানান।
কোন কিছু বুঝে ওঠার আগেই হেলিকপ্টারটি দোকানের টিনের চাল গুলোকে দুমড়ে মুড়চে পাশের একটি নির্মাণাধীন ভবনের উপরে নিয়ে ফেলে।

দোকান ঘরের জমিদার ফজল হাওলাদারের ছেলে,টগর আহমেদ বাবু জানান ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম বাড়ি থেকে তাৎক্ষণিক এসে দেখি এবং শুনি হেলিকপ্টার আমার মার্কেটের টিনের চাল গুলোকে উড়িয়ে পাশের নির্মাণাধীন ভবনের উপরে নিয়ে ফেলেছে এবং পাশে থাকা একটি চটপটি গাড়ি উল্টে স্কুল মাঠে পড়ে আছে। টগর আহমেদ বাবু এও জানান তার নিজেরও একটি দোকান এখানে রয়েছে, তার দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান ঘরের মালিক জানান,সর্বমোট তাদের ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাতে যদি বৃষ্টি হয় আরো ক্ষতির সম্ভাবনা রয়েছে আমার দোকানের।হেলিকাপ্টারটি কোথা থেকে এলো তার কোন সন্ধান মেলেনি।




error: Content is protected !!