সিরাজদিখান উপজেলার সমাজিক সংগঠনগুলো লৌহজং বানভাসিদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন।
হাবিব হাসান সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বন্যা প্লাবিত এলাকায় শুকনো খাবার ও ঔষধ বিতরণ করেছে সিরাজদিখানের সামাজিক সংগঠনগুলো।গতকাল শুক্রবার লৌহজংয়ের চরাঞ্চলের বানভাসি পানি বন্দি কর্মহীন হয়ে পড়া অসহায় ৩০০ টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন তারা।
জানা যায় সিরাজদিখান উপজেলার সামাজিক সংগঠনগুলো। লৌহজংয়ের চরাঞ্চলের বাসিন্দা। যাদের বসতভিটা ভেঙ্গে বাড়ি হারা হয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন তাঁদের মাঝেও খাদ্য সামগ্রী পৌছে দেয় তারা। এবং শারীরিক সুস্থতার জন্য প্যারাসিটামল ট্যাবলেট, খাবার স্যালাইন এবং পানি জীবানু মুক্ত করণ ট্যাবলেট প্রদান করেন।
সংগঠনগুলো ৩০০ পরিবারের জন্য আলাদা আলাদা প্যাকেট তৈরি করেছেন প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাউল ১ কেজি তেল ১ কেজি পিঁয়াজ ১ কেজি ডাল ২ কেজি আলু ও ১ কেজি লবণ।
উপহারসামগ্রী তুলে দেওয়ার সময় সিরাজদিখানের সামাজিক সংগঠনের নেতাদের
মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ নুর,আরিফ রশিদ,নুরুজ্জামান খান,জাহাঙ্গীর,সিকান্দার আহমেদ,মোঃ মাহমুদুর রহমান, মোঃ বায়োজিদ খান, মোঃ আল আমিন,মো সাঈদ মোল্লা, মোঃ মঈন,মো সবুজ,মোঃ সয়ন, মোঃ ইয়ামিন ও প্রমূখ