সিলেট বন্যাকবলিত এলাকার জন্য মানবিক সহায়তা পাঠালেন সিরাজদিখানের রশুনিয়া উচ্চ বিদ্যালয় 

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২
হাবিব হাসান মুন্সীগঞ্জ,
সিলেটে বন্যার পানি ক্রমাগত বাড়ছে। অনেকের ঘরে গলাসমান পানি। রাস্তাঘাট তলিয়ে অধিকাংশ গ্রাম উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চুলা ডুবে যাওয়ায় রান্নাবান্নাও অনেকের বন্ধ হয়ে পড়েছে।
বন্যাকবলিত এলাকায় খাদ্য ও সুপেয় পানির সংকটে পড়েছে বাসিন্দারা। এ অবস্থায় মানবিক বিপর্যয় রোধে বন্যার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা রশুনিয়া উচ্চ বিদ্যালয়। গতকাল মঙ্গলবার   বার(২১জুন) বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের  অর্থায়নে ত্রান সামগ্রী পাঠানো হয়েছে সিলেটের বন্যাকবলিত এলাকার জন্য।
এসময় রসুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হেদায়েত উল্লাহ বলেন, আমার বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া মানবিক দিক বিবেচনায় সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সিলেটের এই ক্রান্তিকালে সমাজের বিত্তশালী ও সকল শ্রেণির মানুষের প্রতি আমার আহ্বান থাকবে তাদের পাশে দাঁড়ানো।



error: Content is protected !!