সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২ (বার) লিটার চোলাই মদসহ সাত মাদক ব্যবসায়ি গ্রেফতার

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

তোফায়েল আহমদঃ স্টাফ রিপোর্টার, সিলেট

গত ০৪/১১/২০২১খ্রিঃ অনুমান ৯১.২০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ মাহবুবুর রহমান এবং পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল হাসেম মজুমদার দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ আক্তারুজ্জামান পাঠান, এসআই(নিঃ) মো. আরিফুর রহমান, এএসআই(নিঃ)/১২২৩ মহিবুর রহমান, এএসআই(নিঃ)/ বিশ্বজিৎ রায়, কনস্টেবল/২৫৯ তাওয়াবুর রহমান, কনস্টেবল/১১৬৬ শহিদুল ইসলাম, কনস্টেবল/৮৫৪ আবুল কালাম-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের সুমনের বসত ঘরের উঠানের সামনে অভিযান পরিচালনা করে আসামী ১। রনি দাশ (৩৫), পিতা- মোহন পাল দাশ, মাতা- সন্ধ্যা রানী দাস, সাং- দূর্গাপুর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- মদিনা মার্কেট, থানা- কোতয়ালী মডেল, জেলা- সিলেট, ২। ভিলু রঞ্জন সরকার (৪৫), পিতা- মৃত গুনেন্দ্র কুমার সরকার, মাতা- শৈলজা বালা সরকার, সাং- বাগাটিয়া, থানা- কালিয়াজুরী, জেলা- নেত্রকোনা, বর্তমানে- বাসা নং- ২৫, পাঠানটুলা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ৩। শফিকুল ইসলাম (৩৪), পিতা- হুসেন নূর, মাতা- ফুলনেছা বিবি, সাং- হরিনাপাটি (রঙ্গারচর), থানা- সদর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- হাওলদারপাড়া, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ৪। বিউটন চৌধুরী (৪০), পিতা- মৃত বিহারী চৌধুরী, মাতা-প্রীতিসোধা চৌধুরী, সাং- বাগাটিয়া, থানা- কালিয়াজুরী, জেলা- নেত্রকোনা, বর্তমানে- বাসা নং- ২০, ফনিটুলা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ৫। নিউটন তালুকদার (৩৮), পিতা- মৃত শৈলেন্দ্র তালুকদার, মাতা- শুভাসিনী তালকদার, সাং- জয়কলস, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, বর্তমানে- বাসা নং-৬, হাওলদারপাড়া (গ্রীনসিটি), থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ৬। আশরাফ হোসেন শিবলু (৪২), পিতা- মৃত আছকির আলী, মাতা-সমকুল নেছা সাং- পূর্বভবানীপুর, থানা- জগন্নাথপুর, জেলা- সিলেট, বর্তমানে- পাঠানটুলা মেস্, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ৭। বাবুল মিয়া (৩৬), পিতা- মৃত ইনতাজ মিয়া, মাতা- মেহেজান বিবি, সাং- কামালবাজার (নবাগী), থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট নামীয় ০৭ (সাত) মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১২ (বার) লিটার চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট শহরের লাক্কাতুরা চা-বাগান এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করা হলে তাহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।




error: Content is protected !!