সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন ৩৫ জনের মৃত্যু
আসলাম পারভেজ, চট্টগ্রাম থেকে
-চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণচট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত নয়জন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন আনুমানিক তিন শতের উপরে আহত হয় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পর্যন্ত ৩৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে ।
শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি–ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।
পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ড থানা পুলিশের কনস্টেবল তুহিনের পা বিচ্ছিন্নসহ আরও অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ভাটিয়ারির বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশন হাসপাতালে আহত অন্তত ২০ জনকে নেওয়া হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা বা ইউনিট বাড়তে থাকে ।সব মিলে আহত ও নিহতে সংখ্যা এখনো বলা যাচ্ছে না ।তাদের ব্যাপারে তথ্য পাওয়া গেছে তাদের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে ।রবিবার সকালে সেনাবাহিনির রোগ দেয় উদ্ধার কাজ সহ যাবতিয় কাজ করতে । নিহতের স্বজনরা এসে খোঁজ নিচ্ছে কিন্তু কাউকে চেনা যাচ্ছেনা ।তবে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে চবি শিক্ষা থীরাও গেছেন। এ ছাড়া বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সংবাদ পেয়ে তারাও উপস্থিত হচ্ছেন ।ছয়েক হাসপাতালের সকলের ছুটিও বাতিল করেছেন
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিস্ফোরণে পুলিশের অন্তত ১০ সদস্যসহ আরও অনেকে আহত হয়েছেন। রাসায়নিকের কন্টেইনারে বিস্ফোরণের কারণে দুর্ঘটনাস্থলে প্রবেশ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।