সুতাং থিয়েটারের সভাপতি গোলাম কিবরিয়া রায়হান হবিগঞ্জ পিডিবির মামলা থেকে জামিনে মুক্ত

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

স্টাফ রিপোর্টার; হবিগঞ্জ জেলার ঐতিয্যবাহী সংঘটন সুতাং থিয়েটারের সভাপতি গোলাম কিবরিয়া রায়হানের উপর গত ৬ই এপ্রিল দুপুরে শায়েস্থাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জ পিডিবির একটি অজ্ঞাত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। গ্রেফতারের পরপর এনিয়ে ফেইসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রতিবাদের ঝর উঠে। জন প্রতিনিধি ব্যবসায়ী সুশিল সমাজ সাধারণ মানুষ ব্যাপক প্রতিবাদ করে এবং বিষয়টি প্রশসনের উর্ধতন মহলে ব্যাপক সারা ফেলে। তিন দিনের প্রতিবাদের পর আজ সকাল ১১টায় হবিগঞ্জ আদালত তাকে জামিন আবেদন মঞ্জুর করেন। গোলাম কিবরিয়া রায়হানের জামিনের খবর এলাকায় ছড়িয়ে পরলে এলাকার শতশত লোকজন হবিগঞ্জ জেলা কারাগারের সামনে জরো হতে থাকে। বিকাল সারে পাচটায় তিন দিনের হাজত বাসের পর কারাগার থেকে বের হলে কারাগারের সামনে শত শত মানুষ উল্লাসে ফেটে পরেণ। ৬টায় কারাগারের সামন থেকে বিশাল মোটর সাইকেল ও অন্যঅন্য বাহনে থাকে বরণ করে শাহজী বাজার সুতাংয়ে একটি পথ সভা অনুষ্টিত হয়। সুতাং থিয়েটারের সহ সভাপতি সৈয়দ মারুফ আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুতাং থিয়েটারের উপদেষ্টা সৈয়দ এম এ আর মাসুক ভান্ডারী বক্তারা অনতি বিলম্ভে এই মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবী জানান।




error: Content is protected !!