সুদের ৫ হাজার টাকা শোধ করতে না পারায় রাতভর নির্যাতন

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নে সুদের ৫ হাজার টাকা ফেরত দিতে না পারায় বালার পুকুর বাজারের একটি দোকান ঘরে ভোলানাথ নামের একজন কে আটকে রেখে রাতভর সূদারু(সুদ ব্যাবসায়ী) সুমন সহ ৪/৫ জন অমানুষিক নির্যাতন চালায়।

শনিবার (১৩জুন)বিকালে নীলফামারী জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বাঁশদহ গ্রাম থেকে ললিত রায়ের ছেলে ভোলানাথ রায় (২১) কে একই গ্রামের বাবুল হোসেনের ছেলে সূদারু সুমন সেলিম সহ ৪/৫ জন করোনাকালীন সময় বালার পুকুর বাজারে একটি দোকান ঘরে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায়।

রাত্রে ভোলার অবস্থা আসংখা জনক হলে তাকে কৌশলে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলানাথ জানায় করোনাকালীন সময় আমি ৫ হাজার টাকা ফেরত দিতে না পারায় সূদারু সুমন ও তার ভাই লোকজন নিয়ে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। রাতভর ও ফাকা স্টাম্পে সই ও টিপসই নেয়।

গ্রামবাসী বলছে সুদারুদের দাপটে অতিষ্ঠ হয়ে গেছে গ্রামবাসী তারা বিভিন্ন পরিবারকে ফাদে ফেলে সূদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর সাথে কথা হলে তিনি বলেন কোনভাবেই একজন মানুষকে টাকার জন্য আটকে রাখা উচিত নয়। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করতে হবে।

অপরদিকে এ বিষয়ে ভোলার বাবা বাদী হয়ে জলঢাকা থানার মীরগন্জ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।




error: Content is protected !!