সুনামগঞ্জে বিজিবি কর্তৃক চোরাই পণ্য আটক

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি::
মাছিমপুর বিওপির টহল দল ৬ আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের সোনাতলা নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৩ হাজার টাকা। বিরেন্দ্রনগর বিওপির টহল দল একই দিন তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগাছড়া নামক স্থান হতে ২৪বোতল ভারতীয় মদ এবং ১বোতল বিয়ার আটক করে, যার মূল্য ৩৬ হাজার ২৫০টাকা। লাউরগড় বিওপির টহল দল ৭ আগস্ট অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৬০ ঘনফুট ভারতীয় পাথর এবং ২টি ইঞ্জিনসহ ৩টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৯৭ হাজার ২শত টাকা। পেকপাড়া বিওপির টহল দল ঐদিনই দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম পেকপাড়া নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭২ হাজার টাকা। চিনাকান্দি বিওপির টহল দল একই দিন বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৮হাজার টাকা। বাংগালভিটা বিওপির টহল দল ঐদিনই মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া নামক স্থান হতে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৯হাজার টাকা। আশাউড়া বিওপির টহল দল একই দিন সীমান্ত পিলার ১২২৩/৬-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের দর্পগ্রাম নামক স্থান হতে ৪টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং ভারতীয় গরু, পাথর ও ইঞ্জিনসহ বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।



error: Content is protected !!