সেনবাগে উপজেলা আ. লীগের কমিটি ঘোষণা

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
দীর্ঘ ৯ বছর পর নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ আনম খায়রুল আলম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও মোঃ সহিদ উল্যাহ খান সোহেল স্বাক্ষরিত ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলমকে। এতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সেনবাগ উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাহার উল্লাহ বাহার, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শওকত হোসেন কানন এবং সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপুকে। এছাড়াও কমিটিতে সদস্য করা হয়েছে ৬৩ জনকে।উল্লেখ্য, ২০১৩ সালে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটাভুটিতে আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী সভাপতি ও আবু জাফর টিপু সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর তাদের দুইজনের অনুসারিদের কমিটিতে স্থান দেওয়া নিয়ে দ্বন্দ্বের কারণে ওই সময় পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়নি। এরপর ২০১৫ সালের ২৯ জানুয়ারি সাধারণ সম্পাদক আবু জাফর টিপুকে পদ থেকে অব্যহতি অথবা সভাপতি জাফর আহম্মদ চৌধুরীকে বহিষ্কার করার দাবী জানিয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটির নিকট পদত্যাগ পত্র প্রেরণ করলে সেনবাগে শুরু হয় হয় নেতৃত্ব শূন্যতা। দীঘ ৯ বছর যাবত বেশ কয়েক বার আওয়ামী লীগের সম্মেলন করার জন্য প্রস্তুতি পরিষদ গঠন করা হলেও কোন কমিটির আলোর মুখ দেখিনি।
অবশেষে গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মোরশেদ আলম এমপিকে আহ্বায়ক ও জাফর আহম্মদ চৌধুরী সহ ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণা দেওয়া কিছুটা শস্তি ফিরে এলেও কিছু নেতা বাদ পড়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।




error: Content is protected !!