মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
আগামী ১৯ নভেম্বর নোয়াখালীর সেনবাগ পৌর শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সঙ্গে বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। সভা সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার বলরাম পোদ্দার।
সভায় সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছেন ভিপি দুলাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাজমিন আলম তুলি, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি পদ-প্রার্থী হাজী আবদুল ওয়াদুদ, সভাপতি পদ-প্রার্থী হাজী বেলাল হোসেন, সভাপতি পদ-প্রার্থী মো. জাকির হোসেন, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে সাধারন সম্পাদক পদ-প্রার্থী আবদল্যাহ আল মামুন, সাধারন সম্পাদক পদ-প্রার্থী মাষ্টার বদরুল আলম, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে সাধারন সম্পাদক পদ-প্রার্থী আবুল কাশেম, সহ-সভাপতি পদ-প্রার্থী হাজী রহিম উল্যাহ সুজন প্রমুখ বক্তব্য রাখেন।সভায়- উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায়- উপজেলা প্রশাসন থেকে শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও ভোটারদের আশ্বাসত্ব করা হয়।সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক এ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৭০০। নির্বাচন নিয়ে সেনবাগ পৌর শহরের বাজার এখন নানা রকম পোষ্টারের সয়লাব।