মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুরস্থ মুন্সী আতর আলী ওয়েল ফেয়ার সোসাটি (মস্) এর উদ্যাগে দিনব্যাপী এই বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার। মসে্র কার্যকরী কমিটির সদস্য ও টুংকু আবদুল মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী বক্তব্য রাখেন।
এতে এলকার গরীব অসহায় ও দুঃস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান এবং ছানি পড়া রোগীদের বাছাই করা হয়।