মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
বর্ণাঢ্য র্যালী, আলোচনাসভা,শিক্ষক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে পালিত হলো প্রথম জাতীয় শিক্ষক দিবস।বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর) উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালী পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।এরপর সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, সেনবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান,বালিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব বিএসসি, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ এন এম সহিদ উল্যা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বদিউল আলম।