সেনবাগে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের ভর্তুতি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রোববার সকালে সেনবাগ পৌরসভায় সরকারি খাদ্যগুদামে ওই পণ্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
এসময় উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, পৌরসভার প্যানেল মেয়র-১ কাউন্সিলর কামাল উদ্দিন বাবুল, কাউন্সিলর হোসেন আহম্মদ, আলমগীর, বেলাল হোসেন, কৃষি কর্মকর্তা গোলাম আযম সুমন, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী প্রমুখ। ভর্তুকি মূল্যে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি সয়াবিন তেল ৪৬০ টাকা মূল্যে নিদিষ্ট কার্ডে বিপরিতে বিক্রি হচ্ছে। সেনবাগ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২ হাজার বাসিন্দা ওই ভর্তুকি মূল্যের সুবিধা পাচ্ছে।




error: Content is protected !!