সেনবাগে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নানা আয়োজনে নোয়াখালীর সেনবাগে শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালন করেছে সেনবাগ উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, গাছের চারা রোপন , চিত্রাঙ্কন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা এবং সব শেষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা নসরুল্ল্যাহ আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ক্ষেমালিকা চাকমা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির , সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধা,বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ সহিদুল আলম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন,আইসিটি অফিসার মোঃ ফারুক হোসেন,সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র সাখাওয়াত হোসেন সেলিম , সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আরিফ হোসেন ও মোঃ আলী আজগর, কেশারপাড় ইউপির চেয়ারম্যান মোঃ বেলাল ভূঁইয়া , অর্জুনতলা ইউপির চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি , পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশিদ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা,শিক্ষক, প্রতিযোগিতায় অংশ নেয়া ছাত্র-ছাত্রী বৃন্দ।পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।




error: Content is protected !!