মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক সাড়াাঁশি অভিযান চালিয়ে উঠতি বয়সের তরুণ ও কিশোর গ্যাং দলের ২৩ সদস্যেকে আটক করেছে। বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সেনবাগ পৌর শহর সহ ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যদের মুচলেখায় এসব সদস্যকে বৃহস্পতিবার দুপুরের প্রথমবারের মতো সতর্ক করে পরিবারের জিম্মায় চেড়ে দেওয়া হয়।যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাম্প্রতিক সময়ে সেনবাগ পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সের স্কুল ও কলেজের তরুণ ছাত্র ও কিশোর গ্যাং সদস্যেদের নানা অপরাদ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।এসব কারনে বিভিন্ন মহলের দাবির প্ররিপ্রেক্ষিতে থানা পুলিশের একাধিকক টিম বিভক্ত হয়ে এদের বিরুদ্ধে সাড়াাঁশি অভিযানে নামে বুধবার রাত ৮টার পর থেকে এক ঘন্টাব্যাপী সেনবাগ পৌর শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে অভিযান চালিয়ে উঠতি তরুণ ও কিশোর গ্যাং দলের ২৩ সদস্যে আটক করা হয়। পরে তাদের পরিবারের সদস্যরা ভভিষ্যতে এধরেণের কর্মকান্ড থেকে বিরত থাকবে এরইমর্মে থানায় এসে প্রথমবারের মতো ক্ষমা প্রার্থনা করে মুচলেখা দিলে । আটককৃতদের সতর্ক করে পরিবারের জিম্মাায় তুলে দেওয়া হয়।ওসি আরো জানান,আটক তরুন ও কিশোর গ্যাং সদস্যদের তালিকা করে রাখা হয়েছে। ভভিষ্যতে ফের অপরাদ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেনএবং উঠতি বয়সের তরুণ ও কিশোর গ্যাং সদস্যেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।