সেনবাগে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নোয়াখালীর সেনবাগে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুন নাহারের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা নাছরুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন। বিশেষ অতিথি ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও সেনবাগ পৌর সভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। ওই কর্মশালায় ,নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সবার জন্য বিদ্যুৎ এই ১০টি বিষয়ের ওপর ৫টি গ্রুপের অংশ গ্রহণকারী ৫০জন সরকারি-বেসকারি কর্মকর্তা, ব্যাংকার,শিক্ষাক,সাংবাদিক,মসজি দের ইমান,ওলামা সহ পেশাজীবি লোকজন দিনব্যাপী ওই কর্মশালায় অংশগ্রহণ করে।
Post Views: ১১২
SHARES