সেনবাগে বজ্রপাতে দুই গরুর মৃত্যু,

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে রোববার ৬ জুন সকালে বজ্রপাতের ঘটনায় দুইটি গরুর মৃত্যু হয়েছে। এবং একই সময় ওই বজ্রপাতের ঘটনায় একটি ঝাউ ফেটে দ্বিখন্ডিত হয়ে গেছে। ওই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার উত্তর বালিয়াকান্দি গ্রামের মুজা মিয়ার বাড়ীতে। ওই গরু দুইটি মালিক কৃষক মোঃ মাইন উদ্দিন প্রকাশ হুক্কা
হুক্কা মিয়া জানায়,তিনি গরু দুইটিকে সকালে গোয়াল ঘর থেকে বের করে বাড়ির সামনে বেঁধে রাখেন। সকাল ১০ টার দিকে হটাৎ বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে তার প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের গরু দুইটি মারা যায়। এসময় একটি ঝাউ গাছ ওপর থেকে নিছ পর্যন্ত ফেটে দুইখন্ড হয়ে যায়।
বজ্রপাতে দুইটি গরু ও গাছ ক্ষতিগ্রস্ত হওযার খবর পেয়ে শতশত নারী পুরুষ এক নজর ওই দৃশ্য দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমান।




error: Content is protected !!