সেনবাগে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
স্বাস্থ্য পরিদর্শকদের ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ ও স্বাস্থ্য সহকারীদের জন্য ১৩তম গ্রেড প্রদানের মাধ্যমে নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি।
বৃহঃবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন সেনবাগ শাখার উদ্যোগে কর্মবিরতি পালন শুরু করে স্বাস্থ্যকর্মীরা।স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন সেনবাগ শাখার সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাস্থ্য পরিদর্শক নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মো জামাল উদ্দিন, স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন সেনবাগ শাখার সাধারণ সম্পাদক আবু আবদুল্লা, স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের আইন সম্পাদক মানিক মিয়া বক্তব্য রাখেন। বক্তরা এসময় বলেন ২৬ নভেম্বর থেকে কর্মবিরতী শুরু হয়েছে তাদের দাবী মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যহত থাকবে বলে তারা জানান।