সেনবাগে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি,নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে সমিতির সভাপতি আবদুস সাত্তার বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন, সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান,জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু।দ্বিতীয় পর্বে বেলা ১ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়।সন্ধ্যার পর আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন রির্টানিং অফিসার আবদুল আলিম।ঘোষিত ফলাফলে সভাপতি পদে ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম ১৪১ভোট পেয়ে নির্বাচিত হন।এ ছাড়া সহসভাপতি পদে শাহাদাত হোসেন ২২৩ভোট পেয়ে ১ম, আবু তাহের সেলিম ২১৯ভোট পেয়ে ২য়,মোঃ রফিকুল ইসলাম ১৮৫ ভোট পেয়ে ৩য়,মোঃ আবু তাহের ১৭৮ ভোট পেয়ে ৪র্থ ও মোঃ মোয়াজ্জেম হোসেন ১৫৪ ভোট পেয়ে ৫ম সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
যুগ্ন সম্পাদক পদে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর আলম ও ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সাংগঠনিক সম্পাদক পদে মোঃ খলিলুর রহমান ১২৭ ভোট,দপ্তর সম্পাদক পদে মোঃ বকুল আলম মুন্না ১৮৮ ভোট,শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মীর হোসেন ১৬০ ভোট, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ সামছুদ্দিন ১৭৫ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম মোর্তুজা ১৪৮ ভোট, মহিলা সম্পাদক পদে সুফিয়া বেগম ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মোঃ সফিকুজ্জামান সীমু প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বদরুল আলম নয়ন বিনাপ্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত এ কমিটি আগামী ৩ বছর সমিতির দ্বায়িত্ব পালন করবেন।



error: Content is protected !!