মোঃ ইব্রাহিম,সেনবাগ নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করে কাপড় দোকান, টেইলারিং দোকান, সেলুন খোলা রাখার দায়ে ব্যবসায়ীর ও পথচারীরা মাক্স ব্যবহার না করায় এবং মোটরযান আইন সহ মোট ৩৫ হাজার ১শ’ ৫০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার । তিনি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেনবাগ পৌর শহর, সেবারহাট বাজার, ছমিরমুন্সিরহাট, দিলদার মার্কেটে গিয়ে জনসাধারনকে করোনা ভাইরাসের সতর্ক এবং সরকারি নির্দেশ মোতাবেক অন্যান্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিএনজি , অটোরিরকসা,মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছেন ।
অপর দিকে মুদি দোকান, মাংসের দোকান ও কাঁচামালের দোকান সকাল ১০ টা থেকে খোলার নির্দেশ দিয়েছেন ।এই অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে ।