সেনবাগে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা,মসজিদের ঈমাম, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে নিয়ে সামাজিক সম্প্রীতি সভা ও শোভাযাত্রা করেছে সেনবাগ করেছে উপজেলা প্রশাসন।বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই সম্পীতি সমাবেশ উপলক্ষে উপজেলার পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহারের সভাপতিত্বে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম সুলতানা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) মোঃ রুহুল আমিন, বীজবাগ রাব্বানিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তফা জামান, সেনবাগ উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটারী উত্তম কুমার সাহা, বালিয়াকান্দী সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম জসিম, সেনবাগ উপজেলার সাবেক  মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব.মোহাম্মদপুর সংরক্ষিত মেম্বার  হাসিনা আক্তার প্রমুখ। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন,সেনবাগে অতীতের কখনো সাম্প্রদায়ীক ঘটনা ঘটেনি। হিন্দু, মুসলিম,খ্রিষ্টানসহ সকল ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। আগামীতেও  ওই সম্প্রীতির বন্ধন অটুট রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন।



error: Content is protected !!