মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ৩টি ইউনিয়নের ১৪ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদের মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ২ জন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং ১১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। গত ১৫ জুন সেনবাগ উপজলার ৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী নির্বাচনে মোট ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়া প্রার্থীদের জামানত স্বয়ংক্রিয়ভাবে বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী ১৪ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী খন্দকার জামসেদ, শাহাদাত হোসেন সুমন, মামুন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওহাব বিএসসি, স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন সোহেল, মির্জা মোহাম্মদ সোলাইমান(বিএনপি একাংশ) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম ছারোয়ার, স্বতন্ত্র প্রার্থী আবদুল হক(আঃলীগ বিদ্রোহী) মোহাম্মাদ কামাল উদ্দিন (আঃ লীগ বিদ্রোহী, ভোট বর্জন) একরামুল হক সোহাগ(বিএনপি একাংশ) সাহেদুল করিম মারুপ (বিএনপি একাংশ) সহিদুল ইসলাম শিমুল হুমায়ুন কবির।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোনো প্রার্থী কাস্টিং ভোটের ৮ ভাগের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। বাজেয়াপ্ত হলে জামানতের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।