সেনবাগে ৩ চোর গ্রেফতার,নগদ টাকা উদ্ধার

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার অজুনতলা ইউনিয়নের ছিলোনিয়া বাজারে গত ২৬ডিসেম্বর দুপুরে সোহাগ টেলিকম নামের একটি এজেন্ট ব্যাংকিং ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২মাস ১১দিন পর ৩ চোরকে গ্রেফতার করেছ।
গ্রেফতারকৃতরা নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া গ্রামের আলী আহম্মদ কোম্পানি বাড়ির শাহাদাত হোসেন বাবু’র ছেলে মোঃ রাকিব প্রকাশ মাসুদ রানা, (৩০), সোনাগাজীর কুঠিরহাটের চরলক্ষীগঞ্জের পন্ডীর বাড়ীর জয়নাল আবদিনের ছেলে মোঃ দুলাল (৩৫) ও সেনবাগ পৌরসভার শুভপুর গ্রামর মহরম আলীর ছেলে স্বপন(৩৩)। শনিবার (৫মার্চ) গভীর রাতে সেনবাগ থানার এসআই বদিউল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স প্রযুক্তি ব্যবহার করে সোনাইমুড়ী, সোনাগাজী ও সেনবাগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের নিকট থেকে চুরি হওয়া নগদ ১৮ হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্য কারাগারে প্রেরণ করা হয়।এরআগে সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যরা গত বছরের ২৬ ডিসেম্বর দুপুরে সাদ্দাম হোসেনের সোহাগ টেলিকম নামের একটি এজেন্ট ব্যাংকিং ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৩ লাখ ৫০হাজার টাকা ও বিকাল একাউন্টে কাজে ব্যবহৃত ৬হাজার টাকা মূল্যের একটি মোবাইলফোন চুরি করে নিয়ে যায়।
যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী চুরির ঘটনায় ৩আসামি গ্রেফতার ও নগদ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।




error: Content is protected !!